Posts

Showing posts from August, 2025

বাংলা ও বাংলাভাষী বিদ্বেষে জাতীয় ঐক্যের বিপজ্জনক অধ্যায়ের সূচনা ।

 বাংলা ও বাংলাভাষী বিদ্বেষে জাতীয় ঐক্যের বিপজ্জনক অধ্যায়ের সূচনা । বাংলার পরিযায়ী শ্রমিক ঠিক কত মানুষ ভিন রাজ্যের পাড়ি দেই জীবিকার সন্ধানে না রাজ্যের কাছে তথ্য আছে না কেন্দ্রের কাছে তথ্য আছে ঠিক কতটা সংখ্যক পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে কোনও কাজ করতে যায় ,তার কোনও নির্দিষ্ট রূপ রেখা তৈরি করা হচ্ছে না। বর্তমানে যে সংকট চলছে কেউ বলছে 22 লক্ষ কেউ বা বলছে আর বেশি হলে ও হতে পারে । ঠিক বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ কেনো ? এর উত্তর কিন্তু গভীরে একদিকে বিজেপির উগ্র হিন্দুত্ববাদ যে বাংলাভাষী মানে মুসলিম আর মুসলিম মানে বিপজ্জনক । কিন্তু হঠাৎ করে এমন পরিস্থিতি তৈরি হলো কেনো ! যে বাংলাভাষী নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলো অতি তৎপর হয়ে উঠলো । তাদের দাবি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে বহু জন ওপার বাংলা থেকে চলে আসছে । অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ দেশের নির্দিষ্ট আইন আছে সেই আইন গুলো মানা হচ্ছে কি ? না মানা হচ্ছে না কোথাও আটকে রাখা হচ্ছে বা জেলে ভরা হচ্ছে, কোথাও আবার জেসিপি দিয়ে বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছে । চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিচ্ছে।এইভাবে ক...